থ্রিডি প্রিন্টারে চিকিৎসা বিপ্লব
শুধু চকলেট কিংবা খেলনা বানানোর কাজে সীমাবদ্ধ নয় থ্রিডি প্রিন্টারের ব্যবহার। থ্রিডি প্রিন্টার এখন মানুষের জীবন বাঁচানোর এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গও বটে। নেদারল্যান্ডসের অধিবাসী ২২ বছর বয়সী এক নারীর মাথায় খুলি প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে নবদিগন্তের সূচনা করল থ্রিডি প্রিন্টার। ওয়্যারড ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, নেদারল্যান্ডসে এক নারীর মাথার খুলির পুরুত্ব ১.৫ মিলিমিটার থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বেড়ে গিয়েছিল। এতে মাথাব্যথা ও চোখের বিভিন্ন অসুবিধা শুরু হয়। চিকিৎসার জন্য...
Posted Under : Health News
Viewed#: 45
আরও দেখুন.

